লিবিয়ায় ৪ শ্রমিকের অপহরণের খবরে দিশেহারা পরিবার

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

একটু সুখের আশায় সহায়-সম্বল বিক্রি করে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন লালমনিরহাট ও কুড়িগ্রামের ৪ শ্রমিক। কিন্তু স্বপ্ন আর সত্যি হলো না। হঠাৎ তাদের অপহরণের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন তাদের পরিবারের লোকজন।

ঈদের আনন্দ নেই তাদের পরিবারে। অপহরণকারী চক্রের বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা না দিলে শ্রমিকদের হত্যা করে মরদেহ গুমের হুমকি পেয়ে এখন দিশেহারা দরিদ্র পরিবারের লোকজন।

অপহরণের শিকার শ্রমিকরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আল আমিন (২৩), জয়নাল আবেদিনের জামাতা ও পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙার ইদ্রিস আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪০), রাজারহাটের ভীম শর্মা গ্রামের আবদুল মোতালেবের ছেলে আল আমিন (২২) এবং তার খালাতো ভাই ও পঞ্চগ্রামের রামরাম গ্রামের শাহিনুর ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৪)। তারা সবাই লিবিয়ার বেনগাজিতে রাজমিস্ত্রির কাজ করতেন।

গত ৩ বছর আগে ধারদেনা, জমি বন্ধক, কেউ আবার জমি বিক্রি করে লিবিয়ায় যান। পরিবারগুলো এখন নিঃস্বপ্রায়। দরিদ্র পরিবারের পক্ষে অপহরণকারীদের দাবি করা মুক্তিপণের টাকা দেওয়া সম্ভব নয়। কিন্তু মুক্তিপণের টাকা বাংলাদেশে থাকা অপহরণকারী চক্রের বিকাশ নম্বরে না দিলে ওই চার শ্রমিককে হত্যা করে মরদেহ গুমের হুমকিতে এখন দিশেহারা অসহায় পরিবারগুলো।