আখাউড়া স্থলবন্দরে ৫ দিন বন্ধ আমদানি-রফতানি প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪ ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সোমবার (৮ এপ্রিল) আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ এপ্রিল বুধবার সকাল থেকে ১৪ এপ্রিল রোববার পর্যন্ত পাঁচ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারপার স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। রফতানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট ও বিভিন্ন খাদ্যসামগ্রী প্রভৃতি। SHARES জাতীয় বিষয়: আখাউড়াবন্ধ