ঢাকায় এখনো ছুটির আমেজ, ফাঁকা সড়ক প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪ ঈদুল ফিতর উপলক্ষ্যে গত কয়েক দিনে রাজধানী ঢাকা ছেড়েছে সোয়া কোটি মানুষ। ঈদের ছুটি শেষ হলেও আগের মতো কোলাহল নেই রাজধানীতে। এখনো ফাঁকা ঢাকার ব্যস্ত সড়কগুলো। ঈদের ছুটি শেষে আজ থেকে খোলা সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। যদিও এখনো বন্ধ সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। অনেক স্থানে খুলেছে দোকানপাট, খাবারের হোটেল রেস্তোরাঁ। তবে ক্রেতা হাতে গোনা। সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত সরেজমিনে রাজধানীর মিরপুর-১, আগারগাঁও, শিশুমেলা শ্যামলী, আদাবর, কল্যাণপুর এলাকা ঘুরে দেখা গেছে, আগের মতো সড়কে গণ-পরিবহন নেই, মূল সড়কে চলছে লেগুনা, সিএনজি ও রিকশা। অনেক দোকানপাট এখনো খুলেনি। যেসব দোকানপাট বা মার্কেট খুলেছে সেখানে ক্রেতা হাতে গোনা। আগারগাঁও ৬০ ফিটের জনপ্রিয় কলাপাতা রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, ভিড় নেই বললেই চলে। যারাও আসছেন, খাবার পার্সেল নিয়ে চলে যাচ্ছেন। আফজাল হোসেন নামে একজন ক্রেতা জানান, সকালে ঢাকা নেমেছি। বাসায় সকালে খাওয়ার মতে কিছু ছিল না। তাই কিছু খাবার কিনলাম। বাসায় নিয়ে খেয়ে আবার অফিসে ঢুকতে হবে। আগারগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে নেই যানবাহনের চাপ। ফুটপাতেও কম পথচারী। সড়কে চলাচল করা অধিকাংশই ব্যক্তিগত যানবাহন। শ্যামলী স্কয়ার মার্কেট খুললেও অনেক দোকানই বন্ধ, বাইরে থেকে সাটার লাগানো। ভেতরে কিছু দোকান খুললেও ক্রেতা নেই বললেই চলে। মার্কেটের নিরাপত্তা কর্মী সোহেল বলেন, মার্কেট পরশু থেকেই খোলা। ১৩ এপ্রিল কিছু ক্রেতা ছিল। তবে কাল ও আজকে ক্রেতা নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার রাস্তাগুলো ও ট্রাফিক সিগনালগুলোতে এখনো বাড়েনি গাড়ির চাপ। SHARES জাতীয় বিষয়: ঢাকারাজধানী