চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৮ প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪ সিএমপি চান্দগাঁও থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫ হাজার ২১০ টাকাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। অদ্য ১৫ এপ্রিল চান্দগাঁও থানাধীন শহীদপাড়া ইদ্রিস কোম্পানির ভাড়াঘরে অভিযান পরিচালনা করে জুয়া খেলা আসর হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মোঃ নাছির (৩৫), মোঃ ইদন আলী (৪০), সাইফুল আলম (৩৮), আব্দুর রহিম (২৫), মোঃ আশু (২৮), সায়েব আলী (৩২), সোলতান (২৬) ও মালেক (৪৫)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। SHARES জাতীয় বিষয়: চান্দগাঁওজুয়া