রোববার আল হারামিয়া বন্দরে ভিড়বে এমভি আবদুল্লাহ প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হারামিয়া বন্দরের কাছাকাছি পৌঁছেছে। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় জাহাজটি ওই বন্দরে নোঙ্গর করতে পারে। জাহাজের ক্যাপ্টেন শনিবার (২০ এপ্রিল) বিকেলে এমভি আবদুল্লাহ’র পরিচালনা প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডকে এ বার্তা দিয়েছেন। বার্তায় বলা হয়েছে, জাহাজের সর্বশেষ আপডেট অনুযায়ী, ২১ এপ্রিল (রোববার) সন্ধ্যা ৬টায় জোয়ারের সময় এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হারামিয়া বন্দরে ভিড়বে। বিলম্বের কোনো সম্ভাবনা নেই। তবে সংশ্লিষ্ট বন্দরের বার্থিং শিডিউল অনুযায়ী জাহাজজট কিংবা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে বার্থিংয়ে ২৪ থেকে ৩২ ঘণ্টা দেরি হতে পারে। জাহাজটি ভেড়ার পর আল হারামিয়া বন্দরে চার থেকে পাঁচদিন অবস্থান করবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। জাহাজের মালিকপক্ষ চট্টগ্রামের কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম) গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘জাহাজে ৫৫ হাজার মেট্রিকটন কার্গো আছে। কয়লাগুলো দুবাইয়ের আল হারামিয়া বন্দরে খালাস করা হবে। এরপর জাহাজটি আবার চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। তবে কবে নাগাদ রওনা দেবে, সেটি বার্থিংয়ের পর নির্ধারণ হবে।’ এস আর শিপিংয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমালিয়ার সীমানা পার হওয়ার পর জাহাজটি এখন সর্বোচ্চ ১২ নটিক্যাল মাইল গতিতে আল হারামিয়া বন্দরের উদ্দেশে এগোচ্ছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে তারা আশা করছেন। এমভি আবদুল্লাহ জাহাজটি গত ১২ মার্চ বেলা ১২টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। ওই জাহাজের ২৩ নাবিককে জিম্মি করা হয়। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হারামিয়া বন্দরের দিকে যাচ্ছিল। SHARES জাতীয় বিষয়: এমভিহারামিয়া