‘ছন্দা’ সিনেমা হল ভেঙে হচ্ছে মাদরাসা প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ হলটিতে চলছে এবারের ঈদের সিনেমা শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। সিনেমাটির পোস্টারও সাটানো আছে দেয়ালে, হলের প্রবেশমুখে। ভেতরে শো চলছে। পরবর্তী শো দেখতে হলটির সামনে দাঁড়িয়ে কিছু সিনেপ্রেমী। এরইমধ্যে জানা গেল, হলটিতে আর সিনেমা প্রদর্শন করা হবে না। এটি ভেঙে তৈরি হবে দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা। আশির দশকে তুমুল জনপ্রিয় সিনেমা হলগুলোর একটি নরসিংদীর রায়পুরার হাসনাবাদ এলাকার ‘ছন্দা’। তবে দর্শকদের হল বিমুখতাসহ নানা কারণে এ ব্যবসায় নেমেছে ধস। যে কারণে হলটি এক মাদরাসা কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে ‘ইদরিসিয়া দারুল কুরআন মাদরাসা’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। SHARES বিনোদন বিষয়: শিক্ষাপ্রতিষ্ঠানহল