দেশের চলচ্চিত্রের গানে আমার সময় হয়তো এখনো আসেনি প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়া। স্টেজ শো, টেলিভিশন লাইভ ও নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক করলেন। তার সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা হয়। সাক্ষাৎকার নিয়েছেন তারেক আনন্দ হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক করলেন। এ সুযোগটি কীভবে এলো? ‘চালচিত্রা’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছি। এটি হিন্দি ভার্সন ও বাংলা ভার্সন দুটিতেই গেয়েছি। বলা যায় ‘আমি তার ছলনায় ভুলব না’ গানটিই আমাকে হিন্দি গান গাওয়ার সুযোগ করে দিয়েছে। এ গান শোনার পর আমার ভয়েস তাদের কাছে ভালো লাগে। যেহেতু গানটি জ্যাজি ধাঁচের করা, ওদের কাছে মনে হয়েছে আমি গানটি ভালো গাইতে পারব। এরপর সিনেমার পরিচালক আলী জুলফিকার জাহেদী আমার সঙ্গে যোগাযোগ করে। ভয়েস দিয়েছি ১৮ এপ্রিল। গানটি গাওয়ার পর আপনার কেমন অনুভূতি হলো? অভিজ্ঞতা কেমন ছিল? আমি তো সিনেমা ফিল করে গাইনি। আমার সব সময় সেমিক্ল্যাসিকেল গাইতে ভালো লাগে। আমার আরেকটা সত্তা হলো জ্যাজ। এটা ছোটবেলা থেকেই ধারণ করি। যখন জ্যাজ গাওয়ার সুযোগ এলো তখন আমার মাথায় কোনো সিনেমা ছিল না। আমি মনভরে গাওয়ার চেষ্টা করেছি। আমাকে গানের দৃশ্যায়ন বুঝিয়ে দেওয়া হয়, নায়িকার জন্মদিনে গানটি তার লিপসে থাকবে। আমি খুব এনজয় করেছি। অনেক গুণী শিল্পী মৌমিতা বড়ুয়ার কণ্ঠের প্রশংসা করেন। দেশের চলচ্চিত্রের গানে আপনাকে সেভাবে পাওয়া যায় না। কেন? কুমার বিশ্বজিৎদার সুরে আমি গান গেয়েছি। আমার কণ্ঠের প্রশংসা করেই গাওয়ার সুযোগ দিয়েছেন। এটি আমার কাছে অনেক বড় প্রাপ্তি। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। গানটি শিগগির প্রকাশ হবে। এরপর গাজী মাজহারুল আনোয়ার স্যার আমার কণ্ঠ মাথায় নিয়ে ‘একটি ছেলে’ শিরোনামের গান লিখেছিলেন। এ গানটিও শিগগির প্রকাশ হবে। আমার অল্পদিনের সংগীত ক্যারিয়ারে অনেক গুণী মানুষের ভালোবাসা পেয়েছি। চলচ্চিত্রের গানে আমার সময় হয়তো এখনো আসেনি, আসবে। আমি গাওয়ার অপেক্ষায় আছি। গান নিয়ে অন্যান্য ব্যস্ততা কেমন? নতুন গান কবে নাগাদ পাচ্ছেন শ্রোতারা? শিগগির বেশ কিছু গান ধারাবাহিকভাবে প্রকাশ হবে। রবিউল ইসলাম জীবনের কথায় শোভন রায়ের সুরে একটি, সজীব দাসের সুরে ‘প্রেমের একটা ছবি’ গানের মিউজিক ভিডিওর শুটিং কমপ্লিট। এ গানটিই আগে প্রকাশ হবে। এর বাইরে রবীন্দ্রসংগীত ‘মল্লিকা বনে’, ‘মেঘ বলেছে যাবো যাবো’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ এ তিনটি গান শিগগির শুনতে পাবেন আমার কণ্ঠে। স্টেজ শো, টিভি লাইভে ব্যস্ততা কেমন? সংগীতে পথচলা ২০১৭ সালে সেরাকণ্ঠের মাধ্যমে। এই সময়ের মধ্যে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। নিয়মিত স্টেজ শো, টিভি লাইভ করে যাচ্ছি। SHARES বিনোদন বিষয়: প্লেব্যাকহিন্দি