বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছলেমান শেখ (৭৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। তিনি কালুখালী উপজেলার পশ্চিম হরিণবাড়ীয়া গ্রামের বাসিন্দা। আজ সোমবার সকাল ৮টার দিকে পশ্চিম হরিণবাড়ীয়া গ্রামে বৃদ্ধের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে তার টাঙিয়ে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছিল। হঠাৎ করেই তার ছিঁড়ে ছলেমান শেখের গায়ের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ ছলেমান শেখের মৃত্যু হয়। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হুসাইন বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।