দাবদাহ চলছে ৫৩ জেলায়, চলবে আরও দিন দশেক

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

দেশে চলমান তাপপ্রবাহ থেকে শিগগিরই মুক্তি মিলছে না; এ পরিস্থিতি আরও দিন দশেক বিরাজ করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির পরিচালক আজিজুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মে মাসের ৪/৫ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে; তবে এসময়ে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে না।

“তাপমাত্রা আরেকটু বাড়ার সম্ভাবনা আছে, তবে অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যে হালকা বৃষ্টি সিলেট, নেত্রকোণা- এসব এলাকায় হতে পারে, অন্য অঞ্চলে হওয়ার সম্ভাবনা নেই।”

মঙ্গলবার সন্ধ্যার বুলেটিনে দেশের ৫৩ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুলেটিনে বলা হয়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালীর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর বাইরে মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝরি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই পরিস্থিতি বিরাজ করছে ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। এসময় ঢাকার তাপমাত্রা তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

একই সময়ে বাগেরহাটের মোংলায় ৪০ ডিগ্রি এবং পটুয়াখালীর খেপুপাড়ায় ৪০ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের তথ্য দিয়ে আবহাওয়াবিদ আজিজুর রহমান বলেন, উপকূলীয় এলাকায় সাধারণত এতো তাপমাত্রা হয় না। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলেও তাপপ্রবাহ বইছে।

“এবছর জলীয়বাষ্পের পরিমাণটা বেশি, যে কারণে অস্বস্তি বেশি হচ্ছে। স্বাভাবিক যা থাকার কথা, তার চেয়ে ৪ থেকে ৭ ডিগ্রি বেশি তাপমাত্রা উঠছে বিভিন্ন এলাকায়।”

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।