প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলার ১১৫তম আসর শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল)। খেলায় অংশ নিতে আগ্রহীরা ইতিমধ্যে আয়োজক কমিটির কাছে নাম জমা দিতে শুরু করেছেন। এদিকে এ খেলাকে কেন্দ্র করে বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে লালদিঘী ময়দানসহ আশপাশের এলাকায় বসেছে বৈশাখী মেলা।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সভাপতি ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার জব্বারের বলী খেলা লালদিঘীর ময়দানে হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার বলী খেলা উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বুধবার থেকে বৈশাখী মেলা শুরু হয়ে মেলা চলবে শুক্রবার পর্যন্ত।’