চেনা রূপের ঢাকায় যানজটে নাকাল নগরবাসী প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪ শবে কদর, ঈদুল ফিতর আর বাংলা বর্ষবরণ মিলিয়ে এবার ছিল টানা ছুটি। সে ছুটিও শেষ হয়েছে আট দিন আগে। তবে স্কুল-কলেজ বন্ধ থাকায় গত কয়েকদিনও রাজধানীর সড়কে অনেকটাই ছিল স্বস্তি। তবে সে স্বস্তির সময় শেষ। রাজধানী ফের ফিরেছে চিরচেনা রূপে, চিরচেনা রূপে ফিরেছে যানজট। বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর প্রায় সব সড়কে গাড়ির ব্যাপক চাপ দেখা গেছে। এক কিলোমিটার রাস্তা পার হতে ৩০ থেকে ৪০ মিনিটও লেগে যাচ্ছে কোনো কোনো সড়কে। তবে শিক্ষা প্রতিষ্ঠান এখনো ছুটি থাকায় মূল সড়কে বেশিক্ষণ যানজটে আটকে থাকতে হয়নি বলে জানিয়েছেন রাস্তায় চলাচলকারীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, সকাল থেকে রাজধানীর প্রতিটি প্রবেশ পথেই ছিল যানজট। এর মধ্যে যানবাহনের সবচেয়ে বেশি চাপ দেখা গেছে যাত্রাবাড়ী এলাকায়। এ ছাড়া সকাল থেকে রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল, গুলিস্তান-যাত্রাবাড়ী সড়ক, কাকরাইল, মালিবাগ- মৌচাক, রামপুরা-বাড্ডা হয়ে বিশ্বরোড পর্যন্ত পুরো পথেই ছিল গাড়ির চাপ। এদিকে শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, মিরপুর, শেওড়াপাড়া, বনানী, গুলশান-উত্তরা সড়কেও প্রচণ্ড গাড়ির চাপ দেখা গেছে। গণপরিবহণ ছাড়াও ব্যক্তিগত গাড়ির সংখ্যাও রাস্তায় অনেক বেশি।গুলিস্তান মোড় এলাকায় মিনি বাসের চালক ফারুক হোসেন সারাবাংলাকে বলেন, সকাল থেকে তিনটা ট্রিপ দিতে পেরেছেন। বন্ধন বাসের চালক মিরাজ বলেন, সকাল থেকে নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান পর্যন্ত চারটা ট্রিপ দিতেই যানজট শুরু হয়ে গেছে। যানজট তীব্র আকার ধারণ করলে সময়মতো ট্রিপ দিতে পারেন না এবং এতে ব্যবসায় ক্ষতি হয় বলে জানালেন এসব বাসচালকরা। তবে যানজটে পরিবহণসংশ্লিষ্টরা কেবল তো নয়, রাজধানীজুড়ে চলাচলকারী সবাইকেই পোহাতে হয় ভোগান্তি। অফিস বা স্কুল-কলেজে যাওয়ার পথে রাজধানীবাসীকে সড়কে ব্যয় করতে হয় দীর্ঘ সময়। SHARES জাতীয় বিষয়: