গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু, গরম-যানজটে ভোগান্তি

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার এক ঘণ্টার এই ভর্তি পরীক্ষা শুরু হয় দুপুর ১২টায়।

এবার মোট ২৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর  ‘এ’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে পরীক্ষা দিচ্ছেন ৫৩ হাজার ৮১৫ জন শিক্ষার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা ১২ হাজার; প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৪ জন।

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এবার আবেদন করেন ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটে এই সংখ্যা ৯৪ হাজার ৬৩১ জন এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন।

এবার ভর্তিচ্ছু যেসব পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিল, তাদের আসন বিন্যাস ক্যাম্পাস ও এর আওতায় থাকা পাঁচটি উপ-কেন্দ্রে সাজানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে উপকেন্দ্রগুলো হল-, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সরকারী বাংলা কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো ধরনের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। আমাদের এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা কাজ করে যাচ্ছেন। প্রক্টরিয়াল বডিও সর্বোচ্চ নজরদারি করছে।

“তাছাড়া তীব্র গরমে আমরা অভিভাবকদের জন্য ভিক্টোরিয়া পার্কে মোট ৪০০ আসনের ব্যবস্থা রেখেছি। তাছাড়া কেন্দ্রের ভেতরে ও বাইরে সুপেয় পানির সরবরাহ রয়েছে।”

আগামী ৩ মে মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে এবং ১০ মে বানিজ্য বিভাগ অর্থাৎ ‘সি’ ইউনিটের পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। এ দুটি পরীক্ষা ১ ঘন্টা এগিয়ে দুপুর ১১টায় শুরু হয়ে ১২ টায় শেষ হবে।

গরম ও যানজটে ভোগান্তি

এদিকে দেশজুড়ে চলা তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীসহ অভিভাবকরা। পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের বেশিরভাগই বসেছেন ভিক্টোরিয়া পার্কে। এ সময় তাদের হাতে পাখা দেখা গেছে।

পার্কে অভিভাবকদের বসার জন্য ৪০০ চেয়ারের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাখা হয়েছে তিন হাজার লিটার সুপেয় পানি এবং ১০ হাজার ওয়ান টাইম গ্লাস।

এছাড়া ভ্রাম্যমাণ মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছে, যে টিমে চিকিৎসক আছেন দুজন। ঢাকা ওয়াসা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষায় প্রথমবারের মত এমন উদ্যোগ গ্রহণ করেছে।

এদিকে পরীক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পৌঁছাতে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন। রায়সাহেব বাজার মোড় থেকে সদরঘাট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় তীব্র যানজট দেখা গেছে। গুলিস্তান হয়ে আসা বেশিরভাগ শিক্ষার্থীকেই যানজটের কারণে ক্যাম্পাস পর্যন্ত হেঁটে আসতে হয়েছে।