দেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম উদ্বোধন

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫

চলতি বছর থেকে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পিএইচডি প্রোগ্রাম চালু করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যায় জানায়, সন্ধ্যা সোয়া ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্রাডিজের (এসওএএস) সঙ্গে যৌথভাবে এ প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি রয়েছেন।

দীর্ঘদিনের দাবির পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর দাবির ইউজিসির অনুমোদনে প্রথম পিএইডি প্রোগ্রাম চালু হচ্ছে।

এর আগে ইউজিসি জানিয়েছিল, যাচাই-বাছাইয়ের পর যেসব বিশ্ববিদ্যালয় প্রেগ্রামের উপযুক্ত বিবেচিত হবে তারা প্রেগ্রাম চালু করতে পারবে। প্রথমে যৌথভাবে চালু করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।