ঝালকাঠিতে নদী দূষণ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫ ঝালকাঠি জেলায় নদী দূষণ প্রতিরোধ ও পলিথিন বর্জন বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ রোধ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি ও তদন্ত পরিদর্শক সাখাওয়াত হোসেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পলিথিন, দূষণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে একটি স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি প্রেজেন্টেশনে পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, এসব পদার্থ মাটি, পানি ও বায়ুর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পাশাপাশি এগুলো কৃষি উৎপাদন, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জেলার নদী ও খাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের কারণে। বাতাসের প্রবাহের সাথে এসব বর্জ্য নদীর বাঁক ও মোহনায় জমে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে। বর্ষার সময় এসব বর্জ্য নদীর স্রোত কমিয়ে দেয় এবং শুষ্ক মৌসুমে তীরে জমে থেকে পরিবেশ ও প্রাণবৈচিত্র্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তিনি পরিবেশ সংরক্ষণে স্থানীয় উদ্যোগ জোরদার করার পাশাপাশি পলিথিন নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন। SHARES রাজনীতি বিষয়: জনসচেতনতাঝালকাঠিনদীনদী দূষণ
ঝালকাঠি জেলায় নদী দূষণ প্রতিরোধ ও পলিথিন বর্জন বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ রোধ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি ও তদন্ত পরিদর্শক সাখাওয়াত হোসেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পলিথিন, দূষণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে একটি স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি প্রেজেন্টেশনে পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, এসব পদার্থ মাটি, পানি ও বায়ুর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পাশাপাশি এগুলো কৃষি উৎপাদন, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জেলার নদী ও খাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের কারণে। বাতাসের প্রবাহের সাথে এসব বর্জ্য নদীর বাঁক ও মোহনায় জমে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে। বর্ষার সময় এসব বর্জ্য নদীর স্রোত কমিয়ে দেয় এবং শুষ্ক মৌসুমে তীরে জমে থেকে পরিবেশ ও প্রাণবৈচিত্র্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তিনি পরিবেশ সংরক্ষণে স্থানীয় উদ্যোগ জোরদার করার পাশাপাশি পলিথিন নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।