আলিম পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু সোমবার

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে দেশের বিভিন্ন জেলার মাদ্রাসা অধ্যক্ষ ও পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একইসঙ্গে ওই সভায় পরীক্ষার্থীদের প্রবেশপত্রও বিতরণ করা হবে।

সম্প্রতি, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আলিম পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং আনুষঙ্গিক দিক নির্দেশনা দিতে ২ দিনে ৩ ধাপে মতবিনিময় সভা ও প্রবেশপত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এরমধ্যে ২ জুন (সোমবার) সকাল ১০টায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলার সংশ্লিষ্টরা বকশিবাজারের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভবন-২ এর চতুর্থ তলায় অংশগ্রহণ করবেন। ওই একইদিন একই জায়গায় দুপুর ২টায় ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে পৃথক সভা অনুষ্ঠিত হবে।

এরপর ৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় গাজীপুরের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে গাজীপুর মহানগরীর মাদ্রাসাগুলোর সুপাররা এসংক্রান্ত সভায় অংশ নেবেন।

প্রবেশপত্র গ্রহণে যা যা লাগবে

মাদ্রাসা শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী, সভায় অংশ নিতে আসা পরীক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরযুক্ত প্রাধিকারপত্র সঙ্গে আনতে হবে। পাশাপাশি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ‘ভারপ্রাপ্ত কর্মকর্তার রেজিস্ট্রেশন ফরম’ পূরণ করে সভায় উপস্থিত হয়ে তা জমা দিতে হবে। তবে কোনো অবস্থাতেই প্রতিনিধিকে পাঠিয়ে সভায় অংশ নেওয়া যাবে না। প্রবেশপত্র নিতে হলে সংশ্লিষ্ট অধ্যক্ষ বা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সরাসরি সভায় উপস্থিত থাকতে হবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।