সিমকার্ডের এক কোণ কাটা থাকে যে কারণে প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪ স্মার্টফোনে সিমকার্ডও কীভাবে লাগানো হয়, সেটা সবারই জানা। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এত বছর ধরে সিমকার্ড ব্যবহার করে চলেছেন, তার একটি কোণ কাটা থাকে কেন? এবার জানা যাক এর পেছনের রহস্য। সিমের একপাশ কোণ এভাবে কেন কাটা হয়? প্রশ্নটি হয়তো অনেকেরই মাথায় এসেছে। কিন্তু তার পরে সেটি নিয়ে আর মাথা ঘামানোর কথা মনে থাকেনি। সিম কার্ডের একটি কোণ কাটা রাখা হয় ব্যবহারকারীদের সুবিধার জন্য। এক্ষেত্রে বলা দরকার, একসময় কিন্তু সিমকার্ড এমন ছিল না। তখন সিমকার্ড আয়তাকার হত। আর তাতেই দেখা দিত জটিলতা। এমনকি তাতে ফোনও বিগড়ে যেত অনেকের। সেই কারণেই এমন সিদ্ধান্ত। আগেকার সিমকার্ডে বোঝা যেত না কোনটি সোজা দিক আর কোনটি উলটো দিক। এমন ক্ষেত্রে অনেক সময় সোজা উলটো বুঝতে না পেরে অনেকেই উলটো করে সিম কার্ড ফোনে ঢুকিয়ে দিতেন। আর তাতেই বিগড়ে যেত অনেকের ফোন। এই কারণেই বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন, সিমের একটি কোণ কেটে রাখার। তাতে সিমটি সঠিকভাবে মোবাইল ফোনে প্রবেশ করানো যায়। ফোনের চিপ নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বিশেষজ্ঞরা। এই সিদ্ধান্তের পরে টেলিকম কোম্পানিগুলো সিমের আকার পরিবর্তন করতে থাকে। সিম কার্ডের একপাশ কেটে ফেলা হয়। এতে মোবাইল ফোনে সিম কার্ড ঢোকানো এবং বের করা সহজ হয়ে ওঠে। কারণ মোবাইল ফোনের সিম কার্ডের স্লটেও একই আকার রাখা হয়। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: কোণসিমকার্ড