১৯ বছর পর ফিরছে ব্ল্যাক: অ্যাডভেন্টরের আয়োজনে ‘ব্যাক টু স্কুল’ প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪ সময়টা ২০০২ সাল। ‘আমার পৃথিবী’ অ্যালবাম নিয়ে হাজির হলো ব্যান্ড ব্ল্যাক। সেই থেকে ‘ছায়ারা সরে যাবে, জানি সূর্য উঠবে’ গানের কথা মানুষের মুখে মুখে। বাংলাদেশের রক মিউজিকের পালাবদলের সময়ে ব্ল্যাক জায়গা করে নেয় সেরার তালিকায়। তাহসান খান, জন কবির, টনিরা হয়ে উঠেন পোস্টারবয়। ২০০২ সালে ব্যান্ডটির ‘আমার পৃথিবী’ অ্যালবাম প্রকাশিত হয়। ২০০৩ সালে বের হয় দ্বিতীয় অ্যালবাম ‘উৎসবের পর’। ২০০৮ সালে ‘আবার’। দাপুটে কয়েক বছরের পথচলার পর হঠাৎ-ই বদলে যায় পথ। চেনা ব্ল্যাক হয়ে যায় অচেনা। মনে দাগ কেটে নেওয়া সেই ব্যান্ড দলকে নিয়ে এক আকাশ আক্ষেপ কাজ করতো শ্রোতাদের। কবে তারা আবার একসঙ্গে হবেন? কবে তারা মঞ্চে উঠে সুর তুলবেন? ২০০৫ সালে ডি জুস কনসার্ট ছিল তাদের শেষ কনসার্ট। তারপর সময় পেরিয়ে গেছে, এক-দুটো নয়, ১৯টি বছর। অপেক্ষার পালা এবার শেষ হতে চলল। ব্ল্যাক আবার ফিরছে স্টেজ শোতে, পুরোনো লাইনআপে। পাশাপাশি দাঁড়িয়ে গান গাইবেন তাহসান, জন। ড্রামসে থাকবেন টনি। জাহান গিটার ও মিরাজ বেসে। তাদের পথ মিলিয়ে দিয়েছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির ‘রক অ্যান্ড রিদম ৪.0’ আয়োজনে ব্যাক পারফর্ম করবে আগামী ১০ মে। জানা গেছে, ২ ঘণ্টা পারফর্ম করবে রক ব্যান্ডটি। SHARES বিনোদন বিষয়: অ্যালবামদলব্ল্যাক