জীবন পাওয়ার পরের ওভারেই আউট হৃদয়

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৪

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৯ ওভারে ৭৩/৫ লক্ষ্য- ১১৬ (লিটন দাস ৩৪*, মাহমুদউল্লাহ ১*, তানজিদ ০, নাজমুল হোসেন ৫, সাকিব ০, সৌম্য ১০, হৃদয় ১৪)

আফগানিস্তান ২০ ওভারে ১১৫/৫ (রশিদ খান ১৯*, জানাত ৭*, ওমরজাই ৫*; ইব্রাহিম ১৮, ওমরজাই ১০, গুরবাজ ৪৩, গুলবাদিন ৪, নবী ১)

৪ উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় বাংলাদেশ। ৭.৪ ওভারে ক্যাচ তুলেছিলেন হৃদয়। কিন্তু সেটি নিতে পারেননি ফজল হক ফারুকি। তার পর দুটি চার মেরে দারুণ কিছুর বার্তা দিচ্ছিলেন। পরের ওভারেই রশিদ খানকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন তিনি। তাতে ৯ বলে ১৪ রানে থেমেছে হৃদয়ের ইনিংস। তাতে ছিল ২টি চার।

জীবন পেলেন হৃদয়

৪ উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় বাংলাদেশ। ৭.৪ ওভারে ক্যাচ তুলেছিলেন হৃদয়। কিন্তু সেটি নিতে পারেননি ফজল হক ফারুকি।