ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরকে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ওভারটেক করতে গিয়ে একটি বাস সামনে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় দুই জন নিহত হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে জানান।

নিহতেরা হলেন বাসের হেলপার কিশোরগঞ্জের নিকলীর টিক্কলহাটি গ্রামের সাইফ(২০) ও যাত্রী রাজু(২০)।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া হাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল জানান, কিশোরগঞ্জ থেকে কুমিল্লামুখী বিসমিল্লাহ পরিবহন নামের একটি বাস কসবার সৈয়দাবাদে একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ও এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান তারা মৃত।

এ ঘটনায় বাস ও ট্রাক্টরটিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন হাইওয়ে পুলিশ।