ফের প্রেক্ষাগৃহে ছুটলেন শাকিব খান প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৪ বরাবরই অনুযোগ ছিলো, শাকিব খান সিনেমা মুক্তির পর প্রেক্ষাগৃহের আসে-পাশে দিয়েও হাঁটেন না। হাঁটলেও বড়জোর একবার, একটুকু সময়ের জন্য ফিনিক্স পাখির মতো। কিন্তু এবার সেই ধারণা পাল্টে দিলেন শাকিব খান। জানান দিলেন, ‘প্রিয়তমা’ অধ্যায়ের পর তিনি শুধু বাণিজ্যটাই প্রমাণ করেননি; নিয়ম করে তৈরি করছেন উদাহরণ কিংবা দেখাচ্ছেন পথ। তা না হলে, ব্যাক টু ব্যাক প্রেক্ষাগৃহে ছুটে গিয়ে একই সিনেমা চারদিনের ব্যবধানে দু’দিন পুরোটা বসে দেখার কথা নয় ঢালিউড খানের! সবাই জানেন, ২৪ জুন শাকিব খান মিরপুর স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ ছবিটি উপভোগ করেন মিডিয়া বন্ধুদের সঙ্গে। যেখানে শিল্পী-সাংবাদিক-প্রযোজকরা যেন মিলেমিশে শাকিবকে ঘিরে একাকার হলেন। পেলেন সতীর্থ নায়ক আরিফিন শুভর কদমবুসিও! চার দিনের মাথায় (২৮ জুন) এবার তিনি সিনেমাটি দেখলেন মহাখালীর স্টার সিনেপ্লেক্সে। এবার তিনি ‘তুফান’ উপভোগ করলেন তার বাণিজ্যিক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান সংশ্লিষ্ট চার শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়ে। শুক্রবার সন্ধ্যায় দুটি থিয়েটার বুকিং করে অভিনব এই স্পেশাল শো অনুষ্ঠিত হলো। আড়ম্বরপূর্ণ এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল রিমার্ক হারল্যান-এর বিউটি ব্র্যান্ড লিলি। বলা দরকার, প্রতিষ্ঠানটির অন্যতম ডিরেক্টর শাকিব খান নিজেই। এই শো সম্পর্কে শাকিব খান বলেন, ‘রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যদের নিয়ে দেখতে এসেছি। ঈদের আগে থেকে অফিসের সবাই ছবি দেখার দাবি জানিয়েছিল। আমি কিন্তু বেশ আগে থেকেই রিমার্কের সকল সহকর্মীদের কথা দিয়ে রেখেছিলাম যে বিশেষ স্ক্রিনিং করা হবে। অবশেষে তাদের সঙ্গে নিয়ে ছবিটি আবারও দেখলাম। সহকর্মীরা সবাই তুফান দেখে খুব গর্বিত হয়েছে। আমার এই পরিবারের উচ্ছ্বাসে আমিও গর্বিত। যেমনটা গর্বিত হয়েছিলাম চারদিন আগে মিডিয়া সহকর্মীদের সঙ্গে ছবিটি দেখার সময়।’ SHARES বিনোদন বিষয়: অনুযোগডিরেক্টরপ্রেক্ষাগৃহের