প্রধান বিচারপতিকে অবমাননাকর চিঠি: নিঃশর্ত ক্ষমা প্রার্থনা দুই আইনজীবীর প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪ আদালত অবমাননার ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মহসিন রশিদ ও শাহ আহমেদ বাদল। এ বিষয়ে আগামী ২১ জুলাই আদেশ দেওয়া হবে। আজ রবিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ আদেশের এই দিন ধার্য করেন। এ সময় আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদ ও আইনজীবী শাহ আহমেদ বাদল উপস্থিত ছিলেন। এর আগে গত ১ ডিসেম্বর অ্যাডহক কমিটির প্যাডে প্রধান বিচারপতি বরাবর চিঠি দেন সুপ্রিম কোর্টের এই দুই আইনজীবী। পরে গত ৩ জানুয়ারি আদালত অবমাননামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের তলব করেন আপিল বিভাগ। তাদের সশরীরে আপিল বিভাগে হাজির হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। তবে ১১ জানুয়ারি ব্যাখ্যা দিতে তাদের চার সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। এই চার সপ্তাহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কোনও বেঞ্চে তারা মামলা পরিচালনা করতে পারবেন না বলেও আদেশে বলা হয়। SHARES আইন আদালত বিষয়: আদালতরশিদশাহ