রাজধানীর উত্তরা এলাকা থেকে ২৮৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

রাজধানীর উত্তরা এলাকা থেকে ২৮৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম মোছা. রুবি আক্তার (২৬)।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কের পূর্ব পাশে বাটা শোরুমের সামনে পাকা রাস্তায় বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী গাড়িসহ অবস্থান করছে। খবর পেয়ে ডিবি ওয়ারী বিভাগের তিনটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসের পাশে রুবি আক্তারকে কালো ট্রাভেল ব্যাগ ও প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে প্রাইভেট কার ও মাইক্রোবাস দ্রুত পালিয়ে যায়। এ সময় রুবি আক্তার পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। তবে তার স্বামী হারুন সরকার (৩৪) ও অজ্ঞাত দুই-তিনজন পালিয়ে যায়।

রুবি আক্তারের হাতে থাকা কালো ট্রাভেল ব্যাগ এবং পাশে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১৩২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ২৮৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ২৫ হাজার টাকা। ডিবি ওয়ারী বিভাগ জানায়, রুবি আক্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তিনি ও তার স্বামী হারুন সরকার দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।