বিতর্কিত কর্মকর্তাদের ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিতর্কিত কর্মকর্তাদের ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দুপুর ১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, নির্বাচন একটি বিশাল আয়োজন, তাই সুষ্ঠুভাবে তা সম্পন্ন করতে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন, তাদের বিষয়ে সতর্ক থাকা জরুরি। যেহেতু কমিশনের নিজস্ব জনবল নেই, এ বিষয়টি নিয়েই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।