দ্বিতীয় শতাব্দীর জন্য কী প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের? প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪ “দেশে এখন নতুন নতুন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটি ভাবার কোনো কারণ নেই”, বলেন উপাচার্য মাকসুদ কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পেরিয়ে দ্বিতীয় শতাব্দীকে সামনে রেখে একটি অ্যাকাডেমিক উন্নয়ন পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে ২০৪৫ সালের মধ্যে এ শিক্ষায়তনকে গবেষণামুখ্য বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কার্নেগি শ্রেণিবিভাগ অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে আর-২ (উচ্চ গবেষণা কার্যকলাপ) এবং ২০৪৫ সাল নাগাদ আর-১ ((খুব উচ্চ গবেষণা কার্যকলাপ) বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো লক্ষ্য ধরা হয়েছে পরিকল্পনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ১০৪তম বছরে পদার্পণ করছে সোমবার। এ উপলক্ষে রোববার এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, “দেশে এখন নতুন নতুন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটি ভাবার কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন গবেষণা প্রধান বা মুখ্য হবে, এটাই ভাবা উচিত।” লক্ষ্য অর্জনের প্রাথমিক ধাপ হিসেবে চলতি বছর থেকেই পিএইচডি শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম’ চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ নিয়ে একটি নীতিমালাও প্রণয়ন করা হয়েছে। SHARES শিক্ষা বিষয়: বিশ্ববিদ্যালয়সীমাবদ্ধ