রপ্তানি আয় আসলে কত?

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪

“আমরা দেখছি কোথায় কী হল। ইপিবি নিজস্ব পদ্ধতিতে কীভাবে সরাসরি রপ্তানি তথ্য মিল-কারখানা থেকে সংগ্রহ করতে পারে, তা নিয়ে ভাবছি,” বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

পণ্য রপ্তানি ও রপ্তানি আয়ের মধ্যে ব্যবধান বাড়তে থাকার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য সমন্বয়ের পর তা উসকে দিয়েছে নানান আলোচনা; বাংলাদেশের রপ্তানি আয় আসলে কত সেই প্রশ্নও সামনে এসেছে।

বড় ধরনের সমন্বয়ের পর নতুন হিসাবে প্রকৃত রপ্তানি আয়ের অঙ্ক কমেছে দেশের। এতে করে কতটুকু সমন্বয় হল এবং সমন্বয় শেষে প্রকৃত রপ্তানি আয় কত দাঁড়াচ্ছে তা এখনও প্রকাশ করেনি কোনো সংস্থা। এ নিয়ে নতুন কোনো তথ্যও দেওয়া হচ্ছে না। কবে তা জানা যাবে সেটিও কেউ বলছেন না।

বাংলাদেশের প্রকৃত রপ্তানি আসলে কত, এ প্রশ্নে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল আলম টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংক সমন্বয় করেছে, তারাই বলবে।’’

দেশের রপ্তানির তথ্য প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ প্রতিষ্ঠানের তথ্যকে উৎস হিসেবে দেখিয়ে রপ্তানি আয়ের তথ্য বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ করে আসছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্যের (বিওপি-ব্যালেন্স অব পেমেন্ট) তথ্য প্রকাশ করলে রপ্তানির তথে বড় সমন্বয়ের বিষয়টি সামনে আসে। এতে লেনদেনের চলতি হিসাব ও আর্থিক হিসাবের তথ্য উল্টে যায়।

রপ্তানি অনুযায়ী দেশে অর্থ আসছে না এমন বিতর্কের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বিওপি প্রতিবেদনে বলা হয়, জাহাজীকরণ করা রপ্তানি পণ্যের তথ্য সংশোধনের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্বীকৃত বিপিএম৬ পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে বিক্রি ও সিএমটি (কাটিং, মেকিং অ্যান্ড ট্রিমিং) হিসাব করেছে বাংলাদেশ ব্যাংক। এতেই প্রকৃত রপ্তানি কমে যাওয়ায় চলতি হিসাব, সার্বিক ভারসাম্য ও আর্থিক হিসাবে এক মাসের ব্যবধানে বড় পরিবর্তন আসে।

বর্তমানে ইপিবির দেওয়া রপ্তানি তথ্য অনুযায়ী, দেশে রপ্তানি আয় কম আসছে ১৪ বিলিয়ন ডলারের মত।

নতুন হিসাবের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানে হিসাব শুরু করায় রপ্তানি আয় কমে আসার যে বিতর্ক দেখা দিয়েছিল তা অবসানের পাশাপাশি রপ্তানি ও রপ্তানি আয়ের মধ্যে থাকা ব্যবধান কমে আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংক রপ্তানি আয়ের তথ্য সংরক্ষণ করে। এখন থেকে দেশের বাইরে প্রকৃত রপ্তানি কত হল শুধু তাই ধরবে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে রপ্তানি আয় বিবেচনায় নেওয়া হবে।