একদিনের ব্যবধানে আরেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪

খুলনার পর এবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে টঙ্গীবাড়ীর পাঁচগাওয় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চেয়ারম্যানের নাম এস এম সুমন হালদার। তিনি পাঁচগাও ইউপি চেয়ারম্যান ছিলেন।

টঙ্গীবাড়ী থানার দায়িত্বরত কর্মকর্তা মো. মেহেদী হাসান সৈকত ইনডিপেনডেন্ট ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুমানিক বেলা ১টা থেকে সোয়া ১টার মধ্যে এই ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাতে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। এর আগে, গতকাল শনিবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে দুর্বৃত্তের গুলিতে নিহত হন খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার ৮ নম্বর শরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবা‌রের নির্বাচিত চেয়ারম‌্যান শেখ র‌বিউল ইসলাম র‌বি (৪৫)।