হাইওয়েতে মামলার জরিমানা শোধ করলেই ঘরে পৌঁছবে গাড়ির কাগজ প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৪ লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের রামুতে যাচ্ছিল একটি বাস। ফিটনেস না থাকায় কুমিল্লার জোড়াগঞ্জে গাড়িটিকে থামায় হাইওয়ে পুলিশ। মামলার পর জব্দ করা হয় বাসের কাগজপত্র। এতদিন এ ধরনের মামলার পর জব্দ করা কাগজ সংগ্রহ করতে সংশ্লিষ্ট হাইওয়ে থানায় যেতে হতো। ফলে, ভোগান্তিতে পড়তেন মালিক-চালকেরা। তবে এখন থেকে এসব নথি পাওয়া যাবে ঘরে বসেই। এতে করে যানবাহন মালিক ও চালকদের ভোগান্তি কমবে। আর ঘরে বসে জব্দ কাগজ পাওয়ার সুবিধা নিতে দিতে হবে ৫৫ টাকা ডাক মাশুল। সময় লাগবে সর্বোচ্চ ১৫ দিন। এজন্য সোমবার রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ ও ডাক বিভাগের মধ্যে সমঝোতা সই হয়েছে। ডাক অধিদপ্তরের পরিচালক জাকির হাসান নূর বলেন, ‘এটি সাধারণ সার্ভিসের মতো না, একটি বিশেষ সার্ভিস হিসেবে যাবে। আমরা নিজ দায়িত্বেই প্যাকেজিং করব, প্যাকেজিং করে আমরাই পোস্ট করব।’ হাইওয়ে পুলিশ জানিয়েছে, মামলার সময় সংশ্লিষ্ট ব্যক্তি কাগজপত্র ডাকযোগ পেতে চান কিনা, পজ মেশিনে সেটি বাছাইয়ের সুযোগ থাকবে। অভিযুক্ত চালক বা মালিক রাজি থাকলে জরিমানা প্রদানের পর তাঁর ঠিকানায় পাঠানো হবে জব্দ নথি। হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘জরিমানা বা ফাইন ব্যাংকে গিয়ে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হয়। একইসঙ্গে ডাক বিভাগের মাশুল সেটিও পরিশোধ করতে পারবেন সেই সিস্টেম নিয়ে কাজ চলছে। অচিরেই এটি চালু হবে। অর্থাৎ এই মাশুল ক্যাশ অন ডেলিভারির সময়ও দেওয়া যাবে পাশাপাশি জরিমানা পরিশোধের সময়ও দেওয়া যাবে।’ হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে ট্রাফিক আইন ভাঙার দায়ে ২০২৩ সালে ২ লাখ ৯০৭টি এবং এ বছরের জুন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ১৪২টি মামলা হয়েছে। SHARES জাতীয় বিষয়: জোড়াগঞ্জেফিটনেস