ফ্রান্সকে থামিয়ে এক যুগ পর ইউরোর ফাইনালে স্পেন প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিতে উঠে গেলেও তখন পর্যন্ত ওপেন-প্লে থেকে কোনো গোল পেয়েছিল না ফ্রান্স। এ নিয়ে তারা সমালোচনাও হচ্ছিল বেশ। তবে সেমিতে শুরুতেই সেই ডেডলক ভাঙল তারা। ম্যাচের ৮ মিনিটের মাথাতেই এগিয়ে গেল ফরাসিরা। তবে স্পেন কেন আসরের সেরা দল তা বোঝাতে সময় নিল স্রেফ ১২ মিনিটে। ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে লামিনে ইয়ামালের গোলে সমতায় ফিরল স্প্যানিশরা। এর মিনিট চারেক পরেই এবার এগিয়ে গেল তারা। শেষ পর্যন্ত সেই ২-১ ব্যবধানের জয়েই ফাইনালে পৌঁছায় স্পেন। ফ্রান্সকে থামিয়ে তাই পুরো এক যুগ পর ইউরোর ফাইনালে উঠল স্পেন। এর আগে ২০১২ আসরে ফাইনালে পৌঁছেছিল তারা। সেবার ইতালিকে হারিয়ে শিরোপাটাও জিতেছিল স্প্যানিশরা। ম্যাচের ২১তম মিনিটে ইয়ামালের সেই সমতাসূচক গোল এই তরুণ তারকাকে নিয়ে গেছে ইতিহাসের পাতায়। ইউরোতে দলটির আগের পাঁচ ম্যাচের প্রত্যেকটিতে নামলেও গোলের দেখা পেয়েছিলেন না তিনি। তবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত পেলেন সেমির মঞ্চে। ১৬ বছর ৩৬২ দিন বয়সে ইউরোতে পেলেন নিজের প্রথম গোল। এতেই ইউরোর ইতিহাসে ১৬ বছর বয়সী প্রথম কোনো ফুটবলার হিসেবে জালের দেখা পান ইয়ামাল। মিউনিখে গত রাতে আসরের প্রথম সেমিতে শুরু থেকেই নিজেদের দাপুটে ফুটবল খেলতে থাকে স্পেনের ফুটবলাররা। তবে পাল্টা-আক্রমণটাও শুরু করে ফ্রান্স। তবে আগের পাঁচ ম্যাচের সমীকরণ এটাই বলছিল এতো সহজে গোলের দেখা পাচ্ছে না তারা। গোল করাটা যেন ভুলেই গিয়েছে ফরাসি ফুটবলাররা। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ফ্রান্সের ঝুলিতে গোলের সংখ্যা ৩, যার মধ্যে দুটি বিপক্ষ দলের আত্মঘাতী গোল এবং একটি পেনাল্টি থেকে। অর্থাৎ, ওপেন-প্লে থেকে ফ্রান্সের গোলের সংখ্যা ‘শূন্য’। তবে স্পেনের দাপট কিছুক্ষণের জন্য থামিয়ে ওপেন-প্লে থেকে গোলের ডেডলক শুরুতেই ভাঙল ফ্রান্স। ম্যাচের অষ্টম মিনিটে এমবাপের দারুণ এক ক্রস খুঁজে নিল কোলো মুয়ানিকে। তার দুর্দান্ত এক হেডেই এগিয়ে গেল দিদিয়ের দেশমের দলটি। তবে ম্যাচের ২১তম মিনিটে ইয়ামালের সেই রেকর্ডময় গোলে সমতায় ফেরে স্পেন। পরে মিনিট চারেক বাদে দানি অলমোর গোলে এবার এগিয়েই যায় দে লা ফুয়েন্তের দলটি। দ্বিতীয়ার্ধে ফ্রান্সের সমতায় ফেরার লড়াইয়ে একের পর আক্রমণ ম্যাচ তুলেছিল বেশ জমিয়ে। তবে শেষ পর্যন্ত কোনো বাঁধা তৈরি করতে পারেনি তারা। এতেই শিরোপার মঞ্চে প্রবেশ করে ২০১২ আসরের চ্যাম্পিয়নরা। এদিকে আসরের দ্বিতীয় সেমিতে আজ (বুধবার) দিবাগত রাত ১টায় নামছে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। SHARES খেলাধুলা বিষয়: ফ্রান্সস্পেন