ফাইনালে স্পেন কোচের একটিই ভয়

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৪

একটিই ভয়, নিজেদের হারিয়ে না ফেললেই হয়! হ্যাঁ, ফাইনালে তাকিয়ে লুইস দে লা ফুয়েন্তের সবচেয়ে বড় শঙ্কা কিংবা দুর্ভাবনা এটিই। প্রতিপক্ষ নিয়েও তাদের ভাবনা আছে অবশ্যই। তবে স্পেন কোচের মূল চিন্তার জায়গা, ফাইনালের চাপে তার দলের খেলার ধরনে যেন প্রভাব না পড়ে। ফাইনালেও স্পেন যদি স্পেন থাকতে পারে, তাহলেই ট্রফি জয়ের বড় সুযোগ তিনি দেখছেন।

এবারের ইউরোতে দুর্দান্ত ফুটবলের প্রদর্শনীতে সাড়া জাগানো স্পেন এখন শেষের পরীক্ষার অপেক্ষায়। রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যাদেরকে হারানো কঠিন।

স্পেন অবশ্য সব প্রতিপক্ষকে হারিয়েই এসেছে ফাইনালে। সব ম্যাচেই জয়ী হওয়া আসরের একমাত্র দল তারা। টানা এই ছয় জয়ের পথে আগ্রাসী, ছন্দময়, নান্দনিক ও কার্যকর ফুটবল মেলে ধরেছে দে লা ফুয়েন্তের দল। লুইস আরাগোনেস ও ভিসেন্তে দেল বস্কের জমানার পর এরকম খেলতে আর দেখা যায়নি স্পেনকে। ‘হাই প্রেসিং’ ও ‘ওয়ান টাচ’ ফুটবল খেলে চলেছে এই দল, মাঠে যারা সিদ্ধান্ত নেয় খুব দ্রুত এবং আক্রমণে উঠে যায় গতিময়তায়।

ছয় ম্যাচে ১০৮টি শট নিয়েছে তারা গোলে, এর মধ্যে লক্ষ্যে ছিল ৩৭টি। গোল করেছে ১৩টি। বলার অপেক্ষা রাখে না, সবকটিই আসরের সর্বোচ্চ। ইংল্যান্ড দলের খেলার ধরন বরাবরই উল্টো। এবারের পরিসংখ্যানেও সেটির প্রমাণ। গোলে শট নিয়েছে তারা মোট ৬৬টি, লক্ষ্যে ছিল ১৯টি। গোল করেছে ৭টি।

তবে ফাইনালের চাপ, প্রত্যাশার ভার, আরও অনেক সমীকরণ, সবকিছুই আলাদা। এই মঞ্চে বদলে যায় অনেক কিছুই। দে লা ফুয়েন্তের ভয়ের জায়গা এখানেই।

তার চাওয়া, ফাইনালেও যেন বদলে না যায় তার দল।