ইউরোর ফাইনালে কোনো ফেবারিট নেই: ফুয়েন্তে প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪ ইউরোর এবারের আসরের শুরুতে ফেবারিটের তালিকায় ছিল জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডরাই। তবে সমইয় গড়িয়ে স্রেফ ফেবারিটই নয় বেশিরভাগ ফুটবল বোদ্ধাতের মতে, শিরোপার অন্যতম দাবীদার স্পেনই। গ্রুপপর্বেই যাদের দাপটের শুরু। সেখানেই ইতালি, ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলগুলো দমাতে পারেনি তরুণ ইয়ামাল-অলমোদের। গ্রুপপর্বে একমাত্র দল হিসেবে তিনটি ম্যাচই জিতেছে তারা। ফাইনালে তাই তর্কসাপেক্ষে ইংল্যান্ডের চেয়ে সবাই এগিয়েই রাখতে চাইবে স্পেনকে। তবে শিরোপার লড়াইয়ের ম্যাচটির আগে স্পেন কোচ দে লা ফুয়েন্তের ভাবনা কিছুটা ভিন্ন। তার কাছে ফাইনালে কেউ ফেবারিট না, দুই দলই সমান। ইউরোর এবারের আসর একদম বিদায়ের দুয়ারে। বাকি স্রেফ একটি ম্যাচ, শিরোপা নির্ধারণী এই ফাইনাল ম্যাচে আজ (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। ফাইনাল ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে স্পেন কোচ ফুয়েন্তে বলেন, ‘এখানে কোনো ফেবাঁরিট নেই। দুই দল সমানে সমান। ঠিক আগের নক-আউট ম্যাচগুলির মতোই। আগের ম্যাচগুলির মতো খেলতে না পারলে এবং ভুল করলে আমাদের কোনো সুযোগ থাকবে না।’ নক-আউট একের পর এক কঠিন প্রতিপক্ষকেই হারিয়েই ফাইনালে ওঠে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির বিপক্ষে ২-১ ব্যবধানের জয় এবং সেমিতে ঠিক একই ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে এক যুগ পর ইউরোর ফাইনালে পৌঁছায় স্পেন। ১২ বছর ফের শিরোপা লড়াইয়ে ম্যাচে পৌঁছাতে পেরে বেশ আনন্দিত এই স্প্যানিশ কোচ। ‘এই পর্যন্ত আসতে পারা দারুণ ব্যাপার। ফাইনালে উঠতে পেরে আমরা রোমাঞ্চিত। এটি সবচেয়ে বড় অর্জনগুলির একটি।’ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ফুয়েন্তের নজর ছোট থেকে ছোট বিষয়েও। তার মতে, যারা কম ভুল করবে তারাই জিতবে শিরোপা। ‘এই ধরনের ম্যাচে লড়াই এতটা কাছাকাছি, শেষ পর্যন্ত ছোট ছোট ব্যাপারগুলোই গড়ে দেয় ব্যবধান গড়ে। যে দল কম ভুল করবে তাদেরই জয়ের সুযোগ বেশি থাকবে।’ SHARES খেলাধুলা বিষয়: ইউরোরজার্মানিফেবারিটই