রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন তাঁরা।

আজ সোমবার দুপুরে কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক থেকে বিনোদপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা রাজশাহী-ঢাকা মহাসড়কের বারির প্রধান ফটকে সমাবেশ করেন।

এসময় শিক্ষার্থীরা রাজশাহীসহ সারা দেশে যারা নিহত হয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান তাঁরা। এ ছাড়া শিক্ষা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাবি উপাচার্যের পদত্যাগ চান শিক্ষার্থীরা। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ভাবেই তারা কর্মসূচি শেষ করেছেন। সেখানে বাড়তি পুলিশ রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।’

রাবি প্রশাসনের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের এমন দাবি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।