সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের জড়ো হওয়ার চেষ্টা, পুলিশের ধাওয়া প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সোমবার (২৯ জুলাই) দুপুর ১টা ২০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত সময়ে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার পর থেকেই ধানমন্ডি ২ নম্বর সড়কে জড়ো হন ২০-২৫ জন শিক্ষার্থী। পরে ১টা ২০ মিনিটের দিকে নিউমার্কেট ও ধানমন্ডি থানা পুলিশ শিক্ষার্থীদের দিকে এগোলো তারা দৌড়ে ধানমন্ডি স্টার কাবাবের সামনে গিয়ে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে সামনে এগিয়ে আসতে চাইলে ফের ধাওয়া দিয়ে পুলিশ তাদের তারা ছত্রভঙ্গ করে দেয়। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। তবে শিক্ষার্থী আটকের বিষয়টি নিশ্চিত হতে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এবং ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। SHARES জাতীয় বিষয়: ওসিসায়েন্সল্যাবরেটরি