সেতু ভবনে তাবু টাঙিয়ে চলছে দাপ্তরিক কাজ প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪ বনানীর সেতু ভবনের সামনে সারি সারি পোড়া গাড়ির পাশেই তাবু টাঙিয়ে চলছে দাপ্তরিক কাজ। সেতু বিভাগের সিনিয়র সচিব জানিয়েছেন, মূল ভবনে ফিরে যেতে আরও সময় লাগবে। ততদিন এভাবেই কাজ করতে হবে। এদিকে সেতু ভবন ক্ষতিগ্রস্ত হলেও সেখানে রাখা পদ্মা সেতুর কোনো নথি নষ্ট হয়নি বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা সেতু ভবনের নিচে তাবুর ভেতরে কোনো রকমে দাপ্তরিক কাজকর্ম সারলেও পূর্ণ গতিতে কাজ করতে পারছেন না সংশ্লিষ্টরা। একই তাবুর নিচে কাজ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবাই। তারপরও সেবা দিতে ও সেবা সমন্বয়ে তোড়জোড়ের কমতি নেই। সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন জানিয়েছেন, ‘আমাদের অফিসের ফাইলগুলোর কাজ সাধারণত অনলাইনে করা হয়। ইন্টারনেট চালু হওয়ার পর, অনলাইনে কিছু কিছু কাজ হচ্ছে। এর আগে হার্ড ফাইলে কাজ করেছি। নিজস্ব মেসেঞ্জার দ্বারা হার্ড ফাইলে অ্যাপ্রুভাল নিয়ে বিভিন্ন অফিসে চিঠি পাঠিয়ে কাজ করা হয়েছে।’ আরও কিছুদিন এভাবেই কাজ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই ভবনে থাকা পদ্মা সেতুর সকল নথি পুড়ে গেছে বলে পুলিশের মামলার এজাহারে যা বলা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন পদ্মাসেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম। আমাদের কাগজপত্র ঠিক আছে। অনেকে কাগজ-পত্র নষ্ট হয়ে গেছে বলে বিভ্রান্তি ছড়িয়েছে। গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় সেতু ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গাড়িসহ অনেক মূল্যবান সামগ্রী পুড়ে যায়। SHARES জাতীয় বিষয়: কাজকর্মদাপ্তরিক