আশা-নিরাশার দোলাচলে শেয়ারবাজার, আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

২০২৪ সাল মোটেও ভালো যায়নি শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য। বছরজুড়েই পতনের মধ্যে ছিল শেয়ারবাজার। ফলে বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে আশা-নিরাশার দোলাচলে থেকেই শুরু হচ্ছে ২০২৫ সাল।

নতুন বছরে সার্বিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তবে শেয়ারবাজারের জন্য বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

তারা বলছেন, সরকার পতনের পর শেয়ারবাজার উন্নয়নে নানামুখী সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব সংস্কার যথাযথভাবে সম্পন্ন করা গেলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে শেয়ারবাজার ভালো করতে হলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আস্থার সংকটের কারণে ২০২৪ সালজুড়ে শেয়ারবাজার পতনের মধ্যে ছিল। এখন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হলে বিনিয়োগের সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে বজায় থাকতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের বেশিরভাগ সময়জুড়েই শেয়ারবাজার পতনের মধ্যে ছিল। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চার কার্যদিবস শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। তবে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আবার পতনের ধারায় ফেরে শেয়ারবাজার। একই সঙ্গে দেখা দিয়েছে লেনদেন খরা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তিনশ কোটি টাকার নিচে নেমে গেছে।২০২৪ সালের প্রথমদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ২৪২ পয়েন্টে। বছরব্যাপী দরপতনের ধারা অব্যাহত থাকায় ২৪ ডিসেম্বর লেনদেন শেষে সেই ডিএসইএক্স ৫ হাজার ১৬৯ পয়েন্ট দাঁড়িয়েছে। অর্থাৎ ডিএসইর প্রধান মূল্যসূচক এক হাজার পয়েন্টের বেশি কমেছে। বাজার মূলধনেও হয়েছে বড় পতন।