গার্মেন্টস ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

গাজীপুরে গার্মেন্টস কারখানার ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিসিক এলাকাস্থ নদী বন্দর রোডে অবস্থিত রেডিশন কারখানার ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন সমর্থিত লোকজন ঝুঁট নিতে গেলে অপর পক্ষ বিএনপি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার সমর্থিত লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গাজী সালাউদ্দিন সমর্থক সোহেল ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরবর্তীতে আহত সোহেলকে শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।