এস আলমের ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ এস আলম গ্রুপভুক্ত ৮টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩০ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধানকালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, এস আলম গ্রুপভুক্ত ৮টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ প্রতিষ্ঠানগুলো হলো—এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এম আলম কোলড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত, গ্যালকো স্টিল এবং এস আলম ব্যাগ লিমিটেড। এস আলম গ্রুপভুক্ত এই ৮ প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবগুলোতে বিদ্যমান অর্থ যেকোন সময় স্থানান্তর করা হতে পারে। সেজন্য এস আলম গ্রুপভুক্ত এই প্রতিষ্ঠানগুলোর নামে বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবগুলো অবরুদ্ধ বা ফ্রিজ করা প্রয়োজন। এ অবস্থায় এস আলম গ্রুপভুক্ত ৮টি কারখানার নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ (ফ্রিজ) করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে দুদক। SHARES অর্থনীতি বিষয়: ইউনিটকেইন্টেলিজেন্স