থার্টি ফার্স্টের রাতে সাজেক সাজবে উৎসবের আলোয় প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ নতুন বছরকে স্বাগত জানাতে সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সাজেক ফেস্টিভ্যাল। প্রতি বছর হাজার হাজার পর্যটক সাজেকে ঘুরতে আসেন। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলেও অনেকের কাছেই পাহাড়ি সংস্কৃতি খেকে যায় অজানা। লুসাই, পাংখোয়া, ত্রিপুরা আদিবাসী গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরতে সাজেকের কটেজ মালিক সমিতি প্রথমবারের মতো এই আয়োজন করতে যাচ্ছে। ৩১ ডিসেম্বরের ফেস্টিভ্যালে থাকছে লাইভ মিউজিক পারফরম্যান্স, ক্যাম্পফায়ার, ট্রাডিশনাল হেরিটেজ প্রদর্শনী, কালচারাল শো এবং ট্র্যাডিশনাল নৃত্য পরিবেশনা। আরও থাকছে আকর্ষণীয় গেমস, সম্মাননা ও পুরস্কার। কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, ‘কটেজ মালিক সমিতির পৃষ্টপোষকতায় সাজেকে প্রথমবারের মতো এমন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সাজেকের অন্যতম আর্কষণ পাহাড়ের আদিবাসী সংস্কৃতির বৈচিত্র্য সর্ম্পকে যেন পর্যটকরা জানতে পারেন। সেই সাথে সাজেকের কমিউনিটি পর্যটনকে তুলে ধরতেই আমাদের এ প্রচেষ্টা। মেঘের দেশে সংস্কৃতির উৎসবে সবাইকে স্বাগত জানানোর প্রস্তুতি প্রায় শেষ আমাদের।’ SHARES জাতীয় বিষয়: ক্যাম্পফায়ারপৃষ্টপোষকতায়প্রথমবারের