বিদায়ী বছর জুড়েই শেয়ার বাজারে মন্দা প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪ শেয়ার বাজারে দরপতন আর মন্দা নিয়েই কাটলো একটি বছর। বছর জুড়ে নানা উদ্যোগ নেয়ার পরও উন্নতি হয়নি পরিস্থিতির। এমন অবস্থায় মূলধন হারিয়ে ক্ষুব্ধ ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে বাজারে আস্থার সঙ্কট থাকায় কমছে বিনিয়োগ। নানা উদ্যোগ নিয়েও বছরজুড়ে ভালো করা যায়নি শেয়ারবাজার। সরকার পরিবর্তন কিংবা নিয়ন্ত্রক সংস্থা -বিএসইসি এর দায়িত্বে রদবদল। কোন পরিবর্তনেই ইতিবাচক ধারায় আনা যায়নি বাজার। দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির নির্ধারণ করা ফ্লোর প্রাইস আর আরোপ করা সার্কিট ব্রেকার প্রত্যাহার করা হয় ২০২৪ সালের জানুয়ারিতে। তাতে ধস নামে অনেক শেয়ারে। যার প্রভাব ছিলো বছরজুড়ে। এছাড়া, মন্দ শেয়ারের ক্যাটেগরি পরিবর্তন ও দফায় দফায় নির্দেশনা পাল্টানোয় ক্ষতি করে বাজারের। স্বল্প সময়ের ব্যবধানে জেড ক্যাটাগরিভুক্ত হয় অনেক শেয়ার। তাইতো পতনের বৃত্তে আটকে থাকা বছর নিয়ে ক্ষোভ বিনিয়োগকারীদের। তবে অনেকে আবার আশায় বুক বাঁধছেন, আসছে বছরে বাজার ঘুরে দাঁড়াবে। আর, বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার বাজারে আস্থা ফেরাতে যথাযথ উদ্যোগ নিতে পারছে না নিয়ন্ত্রণ সংস্থা-বিএসইসি। দেশের অর্থনীতির স্বার্থে দ্রুতই শেয়ার বাজার ভালো করার তাগিদও তার। SHARES অর্থনীতি বিষয়: বাজারেশেয়ার