ফেনীতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

দেশি-বিদেশি কারিদের মোহনীয় কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতে মুগ্ধ হাজারো দর্শক ও শ্রোতা।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে শহরের ঐতিহাসিক মিজান ময়দানে অষ্টম বারের মতো আন্তর্জাতিক কেরাত সম্মেলন সম্পন্ন হয়েছে।

কারিরা কুরআনের সুর তুলে শ্রোতাদের হৃদয় জয় করেছেন। তেলাওয়াতের ফাঁকে ‘লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মাঠ।

বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশি কারিদের উপস্থাপনা শেষে মূল আকর্ষণ ছিল আন্তর্জাতিক কারিদের উপস্থাপনা। এশারের নামাজের পর আন্তর্জাতিক এই কেরাত সম্মেলনে একে একে তেলাওয়াত করেন পাকিস্তানের শায়ক কারি সালমান হাবিব, এরপর পর্যায়ক্রমে শায়ক কারি মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি (মিশর), শায়ক কারি রজাঈ আইয়ুব (তানজানিয়া), শায়ক কারি ফারদান আদম (আফ্রিকা), শায়ক কারি জিসান হানিফ (পাকিস্তান)। দেশি কারিদের মধ্যে তেলাওয়াত করেন শায়ক কারি আবদুর রহমান, শায়ক কারি আনোয়ার হোসেন, শায়ক আতাউল্লাহ আজাদী।

আন্তর্জাতিক কেরাত সংস্থার ফেনী এর সভাপতি মাওলানা আবুল ফাত্তাহ’র সভাপতিত্বে সংস্থার উপদেষ্টা মুফতী আমিনুল ইহসান ও মাওলানা হাফেজ ওয়ালী উল্যাহর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ফেনী জেলা জামায়াতের আমীর মুফতী আবদুল হান্নান, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার।

সম্মেলনে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মুশফিক বিন জামাল, কাউসার বাঙালি, সানা উল্লাহ সাইমুম, মোহাম্মদ সাদ।