নতুন বছরে ওলমোকে পাওয়া নিয়ে শঙ্কা আরও বাড়ল বার্সার

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

চলতি মৌসুমের শেষ পর্যন্ত দানি ওলমোর নিবন্ধন বাড়ানোর জন্য বার্সেলোনার আরেকটি আপিল খারিজ করে দিয়েছে আদালত। ফলে নতুন বছরে এই স্প্যানিশ ফরোয়ার্ডের খেলা নিয়ে শঙ্কা আরও বেড়েছে।

সাড়ে পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে গত গ্রীষ্মের দলবদলে লাইপজিগ থেকে ওলমোকে দলে টানে বার্সেলোনা। প্রায় ১০ বছর পর তিনি পুরোনো ঠিকানায় ফিরলেও, ক্লাবের আর্থিক দুরাবস্থার কারণে শুরুতে তাকে লা লিগায় নিবন্ধন করাতে পারছিল না কাতালান ক্লাবটি।

পরে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে পড়লে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওলমোর অস্থায়ী নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

মৌসুমের বাকি সময়ে নিবন্ধনের জন্য ক্লাবটির আবেদন গত শুক্রবার খারিজ করে দেয় বার্সেলোনার ১০ নম্বর বাণিজ্যিক আদালত। সোমবার ৪৭ নম্বর আদালতও সেই রায়ে সম্মত হয়েছে। নিবন্ধনের সময়সীমা শেষ হবে মঙ্গলবার।

লা লিগার মতে, প্রয়োজনীয় পূর্বশর্ত পূরণ করা হয়নি বলে ওলমোর নিবন্ধন প্রত্যাখ্যান করেছে আদালত।

মৌসুমের জন্য লা লিগায় বার্সেলোনার বার্ষিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪২ কোটি ৬০ লাখ ইউরো। তারা সেই সীমা পার করে ফেলেছে। যার ফলে নতুন খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে বিধিনিষেধের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাম্প নউ স্টেডিয়ামে ভিআইপি বক্স বিক্রি করার পরিকল্পনা করছে বার্সেলোনা। সেখান থেকে ১০ কোটি ইউরো পেতে পারে তারা। তবে বিক্রির জন্য লা লিগার অনুমোদন প্রয়োজন হবে।

লা লিগার পয়েন্ট তালিকায় এখন তিনে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

আগামী শনিবার কোপা দেল রের শেষ বত্রিশে চতুর্থ বিভাগের দল বার্বাস্ত্রোর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল।