হাঁসের ব্যাপক চাহিদা, কেজিতে দাম বেড়েছে ৫০০-৯০০ টাকা

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষকে ঘিরে দিনাজপুরে হাঁসের চাহিদা এখন তুঙ্গে। ৫০০ টাকা বেড়ে প্রতি জোড়া পাতিহাঁস বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। আর ৮০০-৯০০ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে রাজহাঁস। ক্রেতাদের বেশিরভাগই তরুণ-তরুণী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর শহরের বাহাদুর বাজারে গিয়ে হাঁস কেনার এই দৃশ্য চোখে পড়ে।

গত কয়েকদিন ধরে গ্রামের বিভিন্ন হাটবাজার থেকে সংগ্রহ করে রাখা হাঁস সকাল থেকেই বাজারে তুলেছেন ব্যবসায়ীরা। চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি জোড়া পাতিহাঁসের দাম ৫০০ টাকা বেড়ে ১৩০০ টাকা এবং রাজহাঁসের দাম ৭০০ বেড়ে প্রতিপিস বিক্রি হচ্ছে ২৮০০-৩০০০ টাকায়। এছাড়া এক জোড়া পাতিহাঁস পরিষ্কার করতে ১৫০ টাকা ও একটি রাজহাঁসে ২০০ টাকা দিতে হচ্ছে। এর আগে পাতিহাঁস বিক্রি হয়েছে ৮০০-৯০০ টাকা জোড়া।

এদিকে সব ধরনের মুরগি দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। আর গরুর মাংস কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৭৫০ টাকা।

সরেজমিন দেখা গেছে, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষকে ঘিরে গতবছরের তুলনায় এবার বেশি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পিকনিক হচ্ছে কয়েকগুণ বেশি। আর সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছেন হাঁস-মুরগি ব্যবসায়ীরা। সকাল থেকেই সাজিয়ে বসেছেন দোকান। দিনাজপুর শহরের প্রতিটি বাজারে হাঁস-মুরগির বাজারে দেখা যায়, পাতিহাঁস ও রাজহাঁসের ব্যাপক আমদানি। গরু-মহিষও জবাই হয়েছে রেকর্ড পরিমাণ।

সদর উপজেলার শহরতলির সাপ্তাহিক হাট পাঁচবাড়ী হাটে পাতিহাঁসের আমদানি ছিল চোখেপড়ার মতো। সার ব্যবসায়ী মোকাররম হোসেন বলেন, ‘সকালে হাটে হাঁসের চাহিদা ছিল ব্যাপক। অনেকে দামাদাম করতে গিয়ে হাঁস কিনতে পারেননি। ১৩০০-১৫০০ টাকা জোড়া পাতিহাঁস বিক্রি হচ্ছে।’