নতুন বছরে হিন্দি ছবিতে থাকছে চীন-পাকিস্তান মোকাবেলার গল্প প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫ ফেলে আসা বছরে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিগুলোর মধ্যে বেশ কিছু ছবি বক্স অফিসে দাপট দেখিয়েছে। আবার কিছু ছবি বক্স অফিসের তোয়াক্কা না করে সরাসরি দর্শকমনে প্রভাব বিস্তার করেছে। নতুন বছর ২০২৫ এ বলিউডে একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্যসূত্রে ১০টি প্রতীক্ষিত ছবি সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। ছবির নাম ঘোষণার পর থেকেই বিতর্কের সূত্রপাত। এই ছবি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে, এই মর্মে আদালতের দ্বারস্থ হয় শিরোমণি অকালি দল। সেন্সর বোর্ডের সঙ্গেও ছবির ছাড়পত্র নিয়ে সমস্যা দেখা দেয়। অবশেষে স্থির হয়, ১৭ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘গদর টু’-এর সাফল্যের পর সানি দেওলকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বলিউড। বলা যায়, তার ফল এই ছবি। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘লাহোর ১৯৪৭’। ছবিতে সানির বিপরীতে রয়েছেন প্রীতি জিন্তা। আমির খান প্রযোজিত ছবিটির পরিচালক রাজকুমার সন্তোষী। এ বছর বক্স অফিসে ছবিটি একাধিক নজির গড়তে পারে বলেই মনে করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ। SHARES বিনোদন বিষয়: অপেক্ষায়ছবি