বলিউডে কীর্তির অভিষেক প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫ বলিউডে আত্মপ্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’ সিনেমা। ওই সিনেমায় তিনি অভিনয় করেছেন। তিনি বর্তমানে সিনেমাটির প্রচারে মুম্বাইয়ে রয়েছেন। তবে তার বর্তমান মুম্বাই সফর সুখকর হয়নি। সেখানকার পাপারাজ্জিদের সঙ্গে তার কথোপকথন, আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। মূলত, সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রচারের সময় ডেনিমের পোশাকে পাপারাজ্জিদের নজরে পড়েন কীর্তি। এ দিন তিনি অনুষ্ঠানস্থলের বাইরে সুসজ্জিত একটি ক্রিসমাস ট্রির কাছে ফটোগ্রাফারদের জন্য পোজ দেন। ফটোসেশনের সময় কীর্তির দৃষ্টি আকর্ষণ করতে ফটোগ্রাফাররা তাকে কৃতি বলে ডাকতে শুরু করেন। অভিনেত্রী তৎক্ষণাৎ উত্তর দেন– ‘কৃতি নেহি কীর্তি’। হিন্দি এবং সংস্কৃত উভয় ক্ষেত্রেই দুটি শব্দের আলাদা অর্থ রয়েছে। এরপরই কয়েকজন ফটোগ্রাফার কীর্তিকে ‘ডোসা’ বলতে শুরু করেন। এ শব্দটি বলিউডের পাপারাজ্জিরা মজার ছলে দক্ষিণের অভিনেতাদের ক্ষেত্রে ব্যবহার করেন। আর এতেই বিরক্ত হন অভিনেত্রী কীর্তি সুরেশ। তিনি উপস্থিত পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘আমি কীর্তি ডোসা নই, কীর্তি সুরেশ। তবে আমি ডোসা পছন্দ করি।’ আপাতদৃষ্টিতে অভিনেত্রী বিরক্ত মনে হলেও শেষে একটি স্মিত হাসি দিয়ে পাপারাজ্জিদের সঙ্গে খুনসুটি চালিয়ে যান। মাত্র সাত বছর বয়স থেকে একাধিক দক্ষিণী ধারাবাহিকের পাশাপাশি দক্ষিণী ছবিতেও অভিনয় করেন কীর্তি। ‘পাইলটস’, ‘কুবেরান’-এর মতো একাধিক মালয়ালম ছবিতে শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় করতে দেখা যায় তাকে। ‘রজিনী মুরুগান’, ‘নেমো’, ‘রিং মাস্টার’, ‘মহামতি’র মতো একাধিক হিট ছবি দক্ষিণী ফিল্ম জগৎকে উপহার দিয়েছেন কীর্তি। মালয়ালম ভাষার ছবির পাশাপাশি তামিল এবং তেলেগু ছবিতে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছেন কীর্তি। SHARES বিনোদন বিষয়: আত্মপ্রকাশকীর্তি