বছরের শুরুতেই অভিনয়ে ফিরছেন রিচি প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫ গত বছরের শেষপ্রান্তে রিচি তার বিউটি লাউঞ্জ নিয়ে ব্যস্ত থাকলেও বছরের শুরুতেই রিচি নতুন নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। বছরের প্রথম দুটি দিন নিজের মতো করে কাটিয়ে আগামী ৩ জানুয়ারি থেকে রিচি সোলায়মান ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকের মধ্য দিয়ে একটা বিরতির পর আবারও অভিনয় শুরু করতে যাচ্ছেন। ‘পরস্পর’ নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকে রিচিকে দেখা যাবে, সোমা নামের চরিত্রে। এর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় রিচি একটি নাটকেই অভিনয় করেছিলেন। এই নিয়ে রাফাতের নির্দেশনায় রিচির দ্বিতীয়বার কাজ হতে যাচ্ছে। এ প্রসঙ্গে রিচি বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততাকে পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছে করে। অপূর্ণ রুবেলের লেখা পরস্পর গল্পটা ভালো লেগেছে আমার কাছে। যে কারণে কাজটি করতে যাচ্ছি। ইমরাউল রাফাত দীর্ঘদিন ধরেই কাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন ভালো ঠিক তেমনি মানুষ হিসেবেও ভালো। তার কথা আর কাজের সঙ্গে দারুণ মিল রয়েছে। যতদিন ধরেই রাফাতকে দেখছি একটা বিষয়ই আমার কাছে ভালো লেগেছে যে তার মধ্যে ভালো কাজ করার একটা চেষ্টা থাকে সব সময়। আর শিল্পীদের ভীষণ শ্রদ্ধা করে। আশা করছি তার সঙ্গে আমার দ্বিতীয় কাজটিও ভালো হবে ইনশাআল্লাহ।’ রিচি জানান, ইতোমধ্যে আরও বেশকিছু স্ক্রিপ্ট তার হাতে এসে পৌঁছেছে। তিনি সময় নিয়ে স্ক্রিপ্টগুলো পড়বেন, এরপর জানাবেন সেসব স্ক্রিপ্টে কাজ করবেন কি না। SHARES বিনোদন বিষয়: পরস্পররিচিস্ক্রিপ্টে