পাকিস্তানের স্কোয়াডে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিকে বলা হয় ‘ছোট বিশ্বকাপ’। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। পাকিস্তানি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নিজেদের আয়োজিত এই টুর্নামেন্টে স্কোয়াডে পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান।

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবার নাকি দলটি সাত ব্যাটার, চার পেসার, তিন স্পিনার ও একজন উইকেটকিপার নিয়ে গঠিত হতে যাচ্ছে। একমাত্র উইকেটকিপার হিসেবে দলে থাকছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে দলে জায়গা পাওয়া উসমান খান চ্যাম্পিয়নস ট্রফিতে বাদ পড়তে যাচ্ছেন।

পেস আক্রমণে থাকবেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ. হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। অন্যদিকে, স্পিন আক্রমণে শাদাব খানের সঙ্গে থাকবেন আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর থেকেই দলের বাইরে শাদাব খান। তবে সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া লিগে দারুণ ক্রিকেট খেলেছেন তিনি। চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ১২০ রান করেছেন পিসিবির ‘সি’ ক্যাটাগরিভুক্ত এই ক্রিকেটার।

ব্যাটারদের মধ্যে ফিরতে পারেন টপ অর্ডারের দুই ব্যাটার ইমাম-উল-হক ও ফখর জামান। চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে ৫৩ গড়ে ২১২ রান করেছেন ইমাম। এছড়া চ্যাম্পিয়নস টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৯ ম্যাচে ৩৬.৬৭ গড়ে করেছেন ২৫৬ রান। আন্তর্জাতিক ক্রিকেটে এই ওপেনারের গড় ৪৮.২৭।

পাকিস্তানের হয়ে সবশেষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলা ফখর ফিট হলেই চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকবেন। পাকিস্তানের হয়ে ৮২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন এই তারকা। চ্যাম্পিয়নস টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১০ ম্যাচে ৩০.৩০ গড়ে ৩০৩ রান করেছেন তিনি।