রাস্তায় পড়ে গেলেন মৌনী

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

২০২৪-কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে গোটা পৃথিবীর মানুষ। আর এই মুহূর্তকে একেকজন একেকভাবে উদযাপন করেছেন। এই তালিকা থেকে বাদ যাননি শোবিজের তারকারাও। তবে এবার বলিউডে নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে ঘটেছে ভিন্ন রকম ঘটনা। কারও কারও বর্ষবরণের আনন্দ কিছুটা ম্লান হয়েছে। বাঁধ ভাঙা খুশির পরিবর্তে সমালোচনা তৈরি করেছেন তারা। তাদের মধ্যে বলিউডের বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী মৌনী রায়। মদ্যপ হয়ে পার্টি থেকে বেরিয়ে রাস্তায় পড়ে গেলেন তিনি। এমনটিই জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

জানা গেছে, বর্ষবরণের রাতে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন মৌনী রায়। তাদের সঙ্গে ছিলেন প্রিয় বান্ধবী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানিও। মৌনীর পরনে ছিল পিঠখোলা চামড়ার পোশাক এবং পায়ে ছিল হিল। পার্টি থেকে স্বামীর হাত ধরে বের হচ্ছিলেন এই নায়িকা। রাস্তায় একটু দূরে তাদের গাড়ি। হেঁটে যাচ্ছিলেন গাড়ির কাছে। এ অবস্থায় আচমকা রাস্তায় পড়ে যান মৌনী। তাকে কোনোমতে টেনে তুললেন সুরজ। স্বামীর হাতে ভর রেখেই টালমাটাল পায়ে এগিয়ে গেলেন তিনি। এরই মধ্যে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে অনেকেই আবার মৌনীকে সমালোচনায় বিদ্ধ করছেন। তবে এই ঘটনা নিয়ে এখনো কিছু বলেননি মৌনী রায়। দিশা পাটানিও রয়েছে চুপ।

উল্লেখ্য, মৌনী রায় একজন বাঙালি ডান্সার ও অভিনেত্রী। বর্তমানে বলিউডে যে কয়েকজন আলোচিত তারকা রয়েছেন, তাদের মধ্যে তিনিও অন্যতম।