‘বাঘা যতীন’র নির্মাতা অরুণ রায় মারা গেছেন প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ টালিউডের জনপ্রিয় পরিচালক অরুণ রায় আর নেই। এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আরজি কর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে ‘বাঘা যতীন’ পরিচালকের পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাকে। সম্প্রতি পরিচালককে দেখতে আরজি কর হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার ‘বাঘা যতীন’ দেব। ক্রমশই পরিচালকের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছিল। ফুসফুসের সংক্রমণও বেড়েছিল। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই নির্মাতা। গেল বছর দেব অভিনীত ‘বাঘা যতীন’ ছবির শুটিংয়ের সময়ই ক্যানসার ধরা পড়ে এই পরিচালকের। প্রথম স্টেজেই খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে তার। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন তিনি। ‘বাঘা যতীন’ ছাড়াও শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও। তার মৃত্যুতে টালিউডে শোকের ছায়া নেমে এসেছে। SHARES বিনোদন বিষয়: ক্যানসারেরখাদ্যনালিতেটালিউডের