২ মাসে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৯ লাখ টাকা প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫ বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পলিথিনের ব্যবহার বন্ধে গত দুই মাসে দেশব্যাপী ২১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৪৩৮টি প্রতিষ্ঠানকে প্রায় ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৫৯ হাজার ৯৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানের ধারাবাহিকতায় শনিবার রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে পলিথিন ব্যবহার রোধে পরিচালিত মনিটরিং কার্যক্রম চালানো হয়। অভিযান শেষে মনিটরিং সেল এর সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, ‘৩ নভেম্বর থেকে দেশব্যাপী ২১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪৩৮টি প্রতিষ্ঠানকে প্রায় ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৫৯ হাজার ৯৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।’ তিনি আরও জানান, পলিথিনের কারণে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এটি নদী-খালের প্রবাহ বাধাগ্রস্ত করছে এবং মাটির উর্বরতা নষ্ট করছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে জনসচেতনতা বাড়ানো ও বিকল্প ব্যাগ ব্যবহারে অভ্যস্ততা গড়ে তোলার আহ্বান জানান তিনি। SHARES জাতীয় বিষয়: জলবায়ুমন্ত্রণালয়