লিভারপুলে এটাই সালাহর শেষ বছর প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫ লিভারপুলের জার্সিতে চলমান মৌসুমটাই শেষ হতে পারে মোহাম্মদ সালাহর। স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে মিসরের এই তারকা নিশ্চিত করেছেন এই কথা। সেই সাক্ষাৎকারে তার কথানুযায়ী, লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা থমকে যাওয়ায় ক্লাব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অলরেডদের সঙ্গে ২০২২ সালে তার করা সবশেষ চুক্তি শেষ হতে যাচ্ছে চলমান মৌসুমেই। সালাহ বলেন, ‘এখন পর্যন্ত? হ্যাঁ। গত ছয় মাসে (চুক্তি নিয়ে) কোনো অগ্রগতি হয়নি। আমরা একে অপরের কাছ থেকে এখনো অনেক দূরে। তাই আপাতত অপেক্ষা করতে হবে।’ ইএসপিএন তাদের সংবাদে জানিয়েছে, গেল কয়েকমাস ধরে মোহাম্মদ সালাহ ও লিভারপুলের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা চললেও কোনো সমাধান পাওয়া যায়নি। গত বছরের নভেম্বরের শেষদিকে সালাহ জানিয়েছিলেন, ‘আমি ক্লাবকে ভালোবাসি, সমর্থকরা আমাকে ভালোবাসেন। কিন্তু বিষয়টি আমার বা তাদের হাতেও নেই।’ লিভারপুলের জার্সিতে এখনও দারুণ পারফর্ম করে যাচ্ছেন সালাহ। প্রিমিয়ার লিগের বর্তমান মৌসুমে ১৮ ম্যাচে ১৭ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। ৩০ গোলে অবদান রেখে রেকর্ড গড়েছেন তিনি। এত কম ম্যাচে কোনো খেলোয়াড়ই এমনকিছু করতে পারেনি বলে জানিয়েছে ফুটবল পরিসংখ্যান সংস্থা অপটা। ক্লাবটিতে অষ্টম মৌসুম কাটানো আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন প্রিমিয়ার লিগ জেতার, ‘আমার প্রথম চাওয়া লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। এটা ক্লাবের হয়ে আমার শেষ বছর হতে পারে, তাই আমি এই শহরের জন্য বিশেষ কিছু করতে চাই।’ আর্নে স্লটের শিষ্যরা আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখার প্রত্যাশা লিভারপুল কোচের। চুক্তির মেয়াদ বৃদ্ধি না পেলে প্রিমিয়ার লিগে এটিই হতে পারে লিভারপুলের শেষ মৌসুম। SHARES খেলাধুলা বিষয়: জার্সিতেমৌসুমটাইলিভারপুলের