বড় জয়ে নতুন বছরে স্বরূপে ফেরার আভাস ম্যানচেস্টার সিটির প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ ইংলিশ প্রিমিয়ার লিগে স্বরূপে ফিরলেন আর্লিং হলান্ড, ওয়েস্টহামকে ৪-১ গোলে হারিয়ে নতুন বছরে স্বরূপে ফেরার আভাস ম্যানচেস্টার সিটির। এদিকে ব্রাইটনের সঙ্গে ১-১ এ ড্র করেছে আর্সেনাল। ইতিহাদ স্টেডিয়ামে, পুরো ম্যাচ জুড়ে ছন্দময় আক্রমণে আলো ছড়ালেন সিলভা, সাভিনিওরা। পিছিয়ে ছিলো না ওয়েস্টহামও, ব্যর্থতার বৃত্তে আবদ্ধ থাকা সিটিকে বেশ চেপে ধরেছিলো তারা। তবে ১০ মিনিটে আত্মঘাতি গোলে বদ্ধ কপালের তালা খোলে সিটির। সাভিনিয়োর পাস থেকে ৪২ মিনিটে ব্যবধান বাড়ান আর্লিং হলান্ড। আবারও সাভিনিও, তার দারুণ এক পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন হলান্ড। ৫৮ মিনিটে দলের ব্যবধান ৪-০ করেন ফিল ফোডেন। গত অক্টোবরের পর টানা দ্বিতীয় জয় তুলে স্বস্তি নিয়ে বাড়ি ফেরেন পেপ গার্দিওলা। এদিকে, এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি আর্সেনালের। ১৬ মিনিটে লিড নেয় তারা। কিন্তু ৬১ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় ব্রাইটন। হুয়াও পেদ্রোর শট থেকে সমতায় ফেরে ব্রাইটন। SHARES খেলাধুলা বিষয়: ইংলিশওয়েস্টহামকে